এতে করে অনেকেই বারবার পার্টিশন দিতে থাকেন।
বিরক্তিকর এ ধরনের সমস্যা এড়াতে পরখ করে দেখতে পারেন ‘পার্টিশন মাস্টার’ নামের সফটওয়্যারটি। কম্পিউটারে সফটওয়্যারটি ইনস্টল থাকলে নতুন করে পার্টিশন তৈরি করা ছাড়াও অন্য কোনো সমস্যা দেখা দিলে এর মাধ্যমে সেটিও যাচাই এবং সমাধান করা যাবে। প্রয়োজনের মুহূর্তে যে কোনো পার্টিশন লুকিয়ে রাখা, পার্টিশন কর্তন করা, যে কোনো ড্রাইভ ফরমেট করা, ড্রাইভের বিস্তারিত তথ্য উদ্ঘাটন, ড্রাইভের জায়গা [মেগাবাইট] যোগ-বিয়োগ করা যাবে। চাইলে বিভিন্ন ড্রাইভের কি-ওয়ার্ডও বদলানো যাবে। আকারে বেশ বড় [১১.৫ মেগাবাইট] না হলেও কাজের কাজি পার্টিশন মাস্টার। উন্ডোজ ২০০০, এক্সপি, সেভেন অপারেটিং সিস্টেমে পার্টিশন মাস্টার পরিপূর্ণভাবে কাজ করতে সক্ষম। ডাউনলোড ঠিকানা : http://www.mediafire.com/?d91igr97c689977
0 comments for "কাজের কাজি পার্টিশন মাস্টার সফটওয়্যার"
Post a Comment