Saturday, November 17, 2012

এন্ড্রয়েড ফোনে সুন্দর বাংলা ফ্রন্ট দেখার নিয়ম

আমরা যারা এন্ডয়ড ফোন ব্যবহার করি, তারা বাংলা ফ্রন্ট নিয়ে একটু সমস্যায় থাকি। ফেসবুকে বাংলা লেখাগুলো বা অনেক বাংলা ফ্রন্ট ওয়েবসাইট সুন্দর করে দেখা যায় না। তাদের হয়ত আমি ১০০ ভাগ সমাধান দিতে পারব না কিন্তিু ” নাই মামার থেকে কানা মামা ভালো ” একটা কথা আছে। তাই নিচে আমি
কি করে এন্ডয়ড ফোনে বাংলা ফ্রন্ট মোটামোটি সুন্দর করে দেখা যায় সেই নিয়মটা দেখাবো।

তাই অনুরোধ হাসিমুখে গ্রহন করবেন আমার দেখানো নিয়মটা

কম্পিউটার দিয়ে ডাউনলোড করে ফাইলটাকে আপনার মোবাইলে সেভ করবেন। ডাউনলোড  লিংক 

২. Go to Settings (  এন্ডয়ড ফোনের )

৩. Display

৪. Font style

৫. BanglaFont

৬. OK then tap

৭. Restart now ( আপনার মোবাইলটি )

এরপর দেখুন আপনার মোবাইলে বাংলা ফ্রন্ট সুন্দর দেখা যাচ্ছে। এরপর যদি কোন রকম সমস্যা হয় কমেন্টস করে জানাবেন। চেষ্টা করব আপনাদের সমস্যা সমাধান করার জন্য।

Filed Under :

0 comments for "এন্ড্রয়েড ফোনে সুন্দর বাংলা ফ্রন্ট দেখার নিয়ম "

background