আপনারা অবশ্যই জানেন যে ইংরেজি গানের কোয়ালিটি সর্বোচ্চ পর্যায়ে থাকে। এক একটি গান এর সাইজ ৮ থেকে ১২ মেগাবাইট। সে হিসেবে এক একটি এ্যালবাম সাইজ ৯০ থেকে ১২০ মেগাবাইট। যেখানে আমাদের দেশের এক একটি গান ৩ থেকে ৫ মেগাবাইট এবং এক একটি এ্যালবাম সাইজ ৩০ থেকে ৪০ মেগাবাইট। এবং যারা মোবাইলে অথবা ডিজিটাল ডিভাইসে এইসব হাই কোয়ালিটি গান ভরে শুনে থাকেন তাদের জন্য পীড়াদায়ক হলো সাইজ। আপনার কাছে ১০০০০ গান রয়েছে। সাইজ ১০ গিগাবাইট (আনুমানিক)। কিন’ আজকের সফটওয়্যারটি ব্যবহার করে গানের কোয়ালিটি ঠিক রেখে আপনি গানের সাইজ ৪০% কমিয়ে ফেলতে পারবেন। সে হিসেবে ১০০০০ গানের ১০ গিগাবাইট হতে ৭ গিগাবাইট করা সম্ভব!
১। প্রথমে পোর্টেবল সফটওয়্যারটি নিচের লিংক হতে ডাউনলোড করে নিন। সাইজ মাত্র ৮০০ কিলোবাইট।
১। প্রথমে পোর্টেবল সফটওয়্যারটি নিচের লিংক হতে ডাউনলোড করে নিন। সাইজ মাত্র ৮০০ কিলোবাইট।
২।(আনজিপ) করুন। এরপর সফটওয়্যারটি চালু করুন।
0 comments for "কমিয়ে ফেলুন অডিও গানের সাইজ"
Post a Comment