সবাইকে বাংলা নববর্ষ ১৪২০ এর সুভেচ্ছা। এই বার সার্চ হবে বাংলা সার্চ ইঞ্জিন দিয়ে। বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিন! নামতার পিপিলিকা । বাংলাদেশের কিছু উজ্জল মুখ তৈরী করছে বাংলা সার্চ ইঞ্জিন পিপিলিকা পিপিলিকা তৈরী করছে শাহাজালাল বিজ্ঞান ও প্রজুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের একদল শিক্ষার্থী । ৩০ জন গবেষক ১১ জন ওয়েব ডেভোলপার ৩ বছর পরিশ্রম করে তৈরী করছে বাংলা সার্চ ইঞ্জিন পিপিলিকা । এই সার্চ ইঞ্জিন পিপিলিকা বাংলা এবং ইংলিশ দুই ভাষাতে কাজ করতে সক্ষম । পিপিলিকার রয়েছে নিজস্ব অনুবাধন ব্যবস্থা । বানান ভুল লেখলেও সঠিক উত্তর খুজে দিবে পিপিলিকা ।
সার্চ ইঞ্জিন পিপিলিকা তৈরির সম্পূর্ণ অর্থায়ন করছে বেসরকারি টেলি-কমিউনিকেশন প্রথিষ্ঠান গ্রামীন ফোন। গ্রামীন ফোন পিপিলিকা তৈরির জন্য ১ কোটি টাকা দিয়েছে ।
পিলিপিকার এড্রেস http://www.pipilika.com/
সাগত্ব জানাচ্ছি আমাদের ফেসবুক পেইজে,একটা লাইক দিয়ে আমাদের সাথে একটিভ থাকুন।
1 comments:
সত্যি করে বলেন তো পিপিলিকা বানানটা কিভাবে? (পিপিলিকা/পিপীলিকা বানান কোনটা?)
সার্চ ইঞ্জিনে নাম-পিপীলিকা
বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিন! ''পিপিলিকা''"
Post a Comment