আশাকরি সবার কাজে আসবে...
১. বাংলাদেশের বিচার বিভাগ সরকারের নির্বাহী বিভাগ থেকে আলাদা হয়ে স্বাধীন বিভাগ হিসেবে স্বীকৃতি লাভ করে কত তারিখে?
উ. ১ নভেম্বর ২০০৭ সালে।
উ. ১ নভেম্বর ২০০৭ সালে।
২. স্মৃতির মিনার কবিতাটি লিখেছেন কে?
উ. আলাউদ্দিন আল আজাদ।
উ. আলাউদ্দিন আল আজাদ।
৩. বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন বিল পাস হয়?
উ. ১৭ ফেব্রুয়ারি ২০০৪।
উ. ১৭ ফেব্রুয়ারি ২০০৪।
৪. সাহিত্যে নোবেল পুরস্কার-০৯ পেয়েছেন কে?
উ. হেরটা মুয়েলার।
উ. হেরটা মুয়েলার।
৫. বিশ্ব আবহাওয়া শীর্ষ সমেমলন অনুষ্ঠিত হয়-
উ. কোপেনহেগেনে।
উ. কোপেনহেগেনে।
৬. জাতিসংঘের দাপ্তরিক ভাষা নয় কোনটি?
উ. জার্মান।
উ. জার্মান।
৭. স্টেট ডুমা যে দেশের আইনসভা-
উ. রাশিয়া।
উ. রাশিয়া।
৮. চাঁদে পানির সন্ধান পাওয়া ভারতীয় মহাকাশযান হলো-
উ. চন্দ্রযান-১।
উ. চন্দ্রযান-১।
৯. বিশ্বের দ্রুততম দৌড়বিদ কে?
উ. উসাইন বোল্ট।
উ. উসাইন বোল্ট।
১০. গণপ্রজাতন্ত্রী চীন এ বছর কততম স্বাধীনতা বার্ষিকী পালন করল?
উ. ৬০তম।
উ. ৬০তম।
১১. এটিএম বলতে বোঝায়-
উ. অটোম্যাটিক টেলার মেশিন।
উ. অটোম্যাটিক টেলার মেশিন।
১২. ২০১৬ সালের অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে-
উ. রিও ডি জেনিরোতে।
উ. রিও ডি জেনিরোতে।
১৩. এ বছর পূর্ণ সূর্যগ্রহণ দেখা গেছে কোথায়?
উ. পঞ্চগড়ে।
উ. পঞ্চগড়ে।
১৪. উইনস্টন চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-
উ. ব্রিটেন।
উ. ব্রিটেন।
১৫. সংবিধান অনুযায়ী প্রধান উপদেষ্টা ছাড়া তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাদের সংখ্যা কয়জন হতে পারে?
উ. ১০ জন।
উ. ১০ জন।
১৬. ভারতে মুদ্রণশিল্পের সূচনা হয় কখন?
উ. ব্রিটিশ আমলে।
উ. ব্রিটিশ আমলে।
১৭. আন্তর্জাতিক ডাক সংস্থার সংক্ষিপ্ত রূপ কী?
উ. UPU
উ. UPU
১৮. ‘উন্নত জীবনের জন্য বই’ কততম ঢাকা বইমেলার প্রতিপাদ্য বিষয় ছিল?
উ. দশম।
উ. দশম।
১৯. প্রেসিডেন্ট বারাক হোসাইন ওবামা মুসলিম বিশ্বের প্রতি শুভেচ্ছা বক্তব্য দেন কোথায়?
উ. কায়রোতে।
উ. কায়রোতে।
২০. আলেকজান্ডারের শিক্ষক ছিলেন কে?
উ. এরিস্টটল।
উ. এরিস্টটল।
২১. মাইকেল অ্যাঞ্জেলা কোন ভাস্কর্যের স্রষ্টা?
উ. মোজেস।
উ. মোজেস।
২২. প্রস্তাবিত টিপাইমুখ বাঁধটি যে দুই নদীর সংযোগস্থলে তৈরি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে-
উ. বারাক, তুইভাই।
উ. বারাক, তুইভাই।
২৩. দেশ ও রাজধানীর একই নাম কোন দেশের?
উ. জিবুতি।
উ. জিবুতি।
২৪. ভবদহ বিল অবস্থিত কোথায়?
উ. যশোরে।
উ. যশোরে।
২৫. জাতীয় মানবাধিকার কমিশন প্রতিষ্ঠিত হয় কবে?
উ. ১ সেপ্টেম্বর ২০০৮
উ. ১ সেপ্টেম্বর ২০০৮
২৬. বিজ্ঞান ও প্রযুক্তিতে ২০০৯ সালে স্বাধীনতা পুরস্কার পান কে?
উ. অধ্যাপক এএম হারুনুর রশীদ।
উ. অধ্যাপক এএম হারুনুর রশীদ।
২৭. নজরুল মঞ্চ অবস্থিত-
উ. বাংলা একাডেমীতে।
উ. বাংলা একাডেমীতে।
২৮. মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কর্তৃক প্রদত্ত পদক ‘দ্য মেডেল অব ফ্রিডম’ প্রদান করা হয় কোন ক্ষেত্রে অবদানের জন্য?
উ. বিশ্ব শান্তি।
উ. বিশ্ব শান্তি।
২৯. সোয়াইন ফ্লুর উৎপত্তিস্থল হলো-
উ. মেক্সিকো।
উ. মেক্সিকো।
৩০. যে নদীর পূর্ব নাম দোলাই-
উ. বুড়িগঙ্গা।
উ. বুড়িগঙ্গা।
৩১. বাণিজ্যিক ব্যাংক নয়-
উ. বাংলাদেশ ব্যাংক।
উ. বাংলাদেশ ব্যাংক।
৩২. যে সংস্থা গ্রামবাংলায় বিদ্যুতায়নের দায়িত্বে সরাসরি নিয়োজিত-
উ. আরইবি।
উ. আরইবি।
৩৩. তড়িৎ শক্তি যে যন্ত্রের সাহায্যে শব্দ শক্তিতে রূপান্তরিত হয়-
উ. লাউড সিপকার।
উ. লাউড সিপকার।
৩৪. বাংলাদেশের জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদক কে?
উ. সৈয়দ আলী আহসান।
উ. সৈয়দ আলী আহসান।
৩৫. বর্তমান বিশ্ব অর্থনৈতিক মন্দার কারণ-
উ. মুদ্রাস্ফীতি কৌশলের অতিরিক্ত ব্যবহার।
উ. মুদ্রাস্ফীতি কৌশলের অতিরিক্ত ব্যবহার।
৩৬. প্রাচীনতম সাহ্যিকর্ম হলো-
উ. রামায়ণ।
উ. রামায়ণ।
৩৭. প্রস্তাবিত জাতীয় শিক্ষানীতির সভাপতি কে?
উ. কবীর চৌধুরী।
উ. কবীর চৌধুরী।
৩৮. যে সেক্টরে বাংলাদেশের সর্বাধিক জনশক্তি নিয়োজিত-
উ. কৃষি।
উ. কৃষি।
৩৯. আন্তর্জাতিক শিক্ষক দিবস পালিত হয়-
উ. ৫ অক্টোবর।
উ. ৫ অক্টোবর।
৪০. বাংলাদেশ সেনাবাহিনীর সর্বোচ্চ পদ হলো-
উ. জেনারেল।
উ. জেনারেল।
৪১. যুক্তফ্রন্টে (১৯৫৪) রাজনৈতিক দলের সংখ্যা?
উ. চার।
উ. চার।
৪২. ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী ছিলেন?
উ. লীলা নাগ।
উ. লীলা নাগ।
৪৩. অর্থনীতিতে বাজার বলতে বোঝায়-
উ. দ্রব্য, দাম এবং ক্রেতা-বিক্রেতা।
উ. দ্রব্য, দাম এবং ক্রেতা-বিক্রেতা।
৪৪. বাউল সঙ্গীতসাধক শাহ আবদুল করিমের মৃত্যুর তারিখ কত?
উ. ১২ সেপ্টেম্বর ২০০৯।
উ. ১২ সেপ্টেম্বর ২০০৯।
৪৫. মতামত প্রকাশের স্বাধীনতা কোন ধরনের অধিকার?
উ. রাজনৈতিক।
উ. রাজনৈতিক।
৪৬. প্রত্নতত্ত্ব যে জ্ঞানশাখার সঙ্গে সম্পর্কযুক্ত-
উ. নৃবিজ্ঞান।
উ. নৃবিজ্ঞান।
৪৭. কোন আরব দেশ বাংলাদেশ প্রথম স্বীকৃতি দেয়-
উ. ইরাক।
উ. ইরাক।
৪৮. সোমপুর বিহার কোথায় অবস্থিত?
উ. পাহাড়পুর।
উ. পাহাড়পুর।
৪৯. সতীদাহ প্রথা বিলোপ করেন কে?
উ. বেন্টিঙ্ক।
উ. বেন্টিঙ্ক।
৫০. বাংলাদেশের জাতীয় সংসদের বর্তমান আসনসংখ্যা-
উ. ৩৪৫টি।
উ. ৩৪৫টি।
0 comments for "সাধারণ জ্ঞান জেনে রাখা ভালো...."
Post a Comment