Sunday, August 18, 2013

চামড়ার দাগ তুলতে কি করবেন

চামড়ার দাগ তুলতে কি করবেন...

অনেক সময় দেখা যায় ঘা কিংবা ফোঁড়া চলে গেলেও সেখানকার চামড়ার রং পাল্টে যায়। সাদা বা বেশি কালো দেখায়।
কি করবেনঃ
কাঁটা গাব ফলের আঠা বা রস ঐ জায়গায় কয়েক দিন লাগালে, ধীরে ধীরে দাগ মিলিয়ে যায় এবং গায়ের রংয়ের সঙ্গে কোন পার্থক্য থাকে না । চামড়ার পোড়া দাগও চলে যায়।
Filed Under :

0 comments for "চামড়ার দাগ তুলতে কি করবেন"

background