Thursday, November 15, 2012

আপনার পেজের লাইক সংখ্যা খুব দ্রুত বাড়িয়ে নিন...

ফেসবুক যারা ব্যাবহার করেন তাদের অনেকেরি নিজস্ব পেজ আছে। কিন্তু প্রচারনার অভাবে সেগুলতে তেমন লাইক পড়ে না।

কিন্তু আপনি চাইলে এখন নিজেই নিজের পেজের লাইক বাড়াতে পারেন। এজন্য সবার আগে একটা নতুন ইমেইল অ্যাকাউন্ট ব্যবহার করলে ভাল হয় । 

১. প্রথমে এখানে ক্লিক করুন
২. Try For Free তে ক্লিক করুন
 ৩. আপনার ইমেইল আইডি এবং পাসওয়ার্ড দিন ( নিরাপত্তার স্বার্থে অবশ্যই নতুন ইমেইল আইডি ব্যাবহার করুন )


৪. আপনার দেয়া ইমেইল আইডি তে একটি verification মেইল পাঠানো হবে, সেটাতে ক্লিক করে আইডি verify করে নিন এখন আপনার রেজিস্ট্রেশান শেষ।

এবার চলুন পেজের লাইক বাড়ানোর যাক

১. বাম পাশের Add Site/Page এ ক্লিক করে আপনার ফেসবুক পেজ অ্যাড করে নিন
Type: Facebook Likes
Title: আপনার পেজের নাম দিন, (যেকোনো নাম)
Site/Page URL: আপনার পেজের লিঙ্ক
CPC: ১-৯ যেকোনো একটি সিলেক্ট করুন (৫ সিলেক্ট করাই ভালো)





২. বাম পাশের “Facebook Likes” এ ক্লিক করুন
 ৩. এখন লাইক করতে থাকুন এতে আপনার পয়েন্ট বারবে এবং আপনার পেজের লাইক বাড়তে থাকবে



Filed Under :

0 comments for "আপনার পেজের লাইক সংখ্যা খুব দ্রুত বাড়িয়ে নিন..."

background