Tuesday, June 18, 2013

আপনার পিসির যাবতীয় সফটওয়্যারের সিরিয়াল স্ক্যান করে বের করে নিন এখনি।


আজ আমি আপনাদেরকে একটি জটিল ফাটাফাটি সফটওয়্যারের সাথে পরিচয় দেব। যা আপনার পিসিতে ইন্সটল কৃত সমস্ত সফটওয়্যারের লাইসেন্স কী স্ক্যান করে খুঁজে দিবে। উইন্ডোজ থেকে শুরু করে ইন্সটলকৃত সমস্ত প্রোগ্রাম (গেমস, ফটোশপ ইত্যাদি)।
সফটওয়্যারটির ডাটাবেসে প্রায় ৪৫৪০টি সফটওয়্যারের সিরিয়াল রয়েছে। এটাকে মামুলি ভাববেন না। আপনার পিসিতে কোন সফটটি কততম ভার্সন রয়েছে তারও সিরিয়াল মিলবে একদম ইউনিকভাবে!! যে যে সফট এর সিরিয়াল রয়েছে তার লিস্ট দেখতে চলে যান নিচের লিংকে:
http://recover-keys.com/en/supported.html
অফিসিয়াল ওয়েবসাইট:
ফিচার:
১। ৪৫০০টির বেশি সফটওয়্যারের এক্টিভিশন কী খুঁজে দেবে এটি। এদের মধ্যে উইন্ডোজ, এমএস অফিস, ফটোশপ ইত্যাদি রয়েছে।
২। রেজিস্টেশন ইনফোও জানিয়ে দেবে
৩। রিকোভারকৃত তথ্য সমূহ টেক্সট, এইচটিএমএল, ওর্য়াড, এক্সেল, পিডিএফ ইত্যাদি ফরমেটে সেভ করতে পারবে
৪। এক্সটারনাল হার্ডডিক্সের ইন্সটলকৃত সফটওয়্যারগুলোও সিরিয়াল বের করতে পারবে
৫। একের অধিক উইন্ডোজ ইন্সটল থাকলেও সবগুলোই স্ক্যান করতে পারবে
৬। সার্ভারে যতগুলো পিসি সংযুক্ত আছে সবগুলোকেই স্ক্যান করা যাবে, একইসাথে!
৭। ৬৪ বিট অপারেটিং সিস্টেম সর্মথণ করে
৮। অটো আপডেট ফিচার
৯। উইন্ডোজ এনটি/২০০০/এক্সপি/ভিসতা/সেভেন/এইটে চলবে
১০। ২৪টি ভাষায় পাওয়া যাবে।

ইন্সটলের ধাপসমূহ:
একদম শেষের থেকে ডাউনলোড করে নিন সফটওয়্যারটি। এরপর
১। রার ফাইলটি আনরার করুন। দুটি ফোল্ডার পাবেন। এখানে x32 ফোল্ডারে যান যদি আপনার উইন্ডোজ ৩২ বিটের হয় আর x64 ফোল্ডারে যান যদি আপনার উইন্ডোজটি ৬৪ বিটের হয়।
২। সেটাপ বাটনে ক্লিক করে সফটওয়্যারটি ইন্সটল করুন

৩। ইন্সটল হয়ে গেল সফটওয়্যারটি চালু না করে প্যাচ সফট দিয়ে প্যাচ করে নিন।

৪। প্যাচ করার পর সফট টি ওপেন করুন এবং সিরিয়াল দিয়ে ফুল ভার্ষনটি একটিভ করে নিন। মনে রাখবেন প্যাচ করার পর সিরিয়াল দিবেন না হলে কাজ করবে না। সিরিয়াল একটি টেক্সট ফাইলে দেওয়া আছে

৫।সিরিয়াল দেবার পর সফটটি রিস্টাট হবে। এখানে কয়েকটি অপশন পাবেন:

এখানে প্রথম অপশনটিতে ক্লিক করুন।
৬। এবার স্ক্যান হবে। সময় লাগবে ১/২ মিনিট আপনার পিসির গতি ও ইন্সটলকৃত সফটওয়্যারের পরিমাণের উপর ভিত্তি করে।

৭। এরপর আপনার পিসিতে ইন্সটলকৃত সমস্ত সফটওয়্যারের লাইসেন্স কী ফলাফলে দেখতে পারবেন।

এখান থেকে আপনার দরকারী সিরিয়াল টি কপি পেষ্ট করুন। ব্যাস!!

সফটওয়্যারটির ডাউনলোড লিংক:
Filed Under :

0 comments for "আপনার পিসির যাবতীয় সফটওয়্যারের সিরিয়াল স্ক্যান করে বের করে নিন এখনি।"

background