Sunday, December 30, 2012

নাম বিহীন ফোল্ডার তৈরী করবেন যেভাবে !

বিসমিল্লাহীর রহমানীর রাহীম।
আশা করি সবাই ভালো আছেন। শিরনাম দেখেই হয়ত চমকে গেছেন তাই না? অনেকে ভাবছেন এটা আবার কঠিন কিছু হলো নাকী? আবার হয়ত অনেকে চমকে উঠে বলেছেন How it Possible ? যারা জানেন তাদের নতুন করে কিছু বলার নাই। আর যারা নতুন তাদের উদ্দেশ্যে বলছি হ্যা এটা সম্ভব। কিন্তু একটু ছোট ট্রিকস খাটিয়ে।
যেভাবে তৈরী করবেনঃ
১. একটি ফোল্ডার তৈরী করুন।
২. ফোল্ডারটিতে মাউসের ডানবাটনে ক্লীক করে Rename এ ক্লীক করুন।
৩. এখন Alt+255 চেপে Enter চাপুন।
৬. দেখুন নাম ছাড়াই ফোল্ডার তৈরী হয়েছে।
কি খুব মজা তাই না? এটা অন্যদের কাছে শেয়ার করে তাদেরও চমকে দিতে পারেন
Filed Under :

0 comments for "নাম বিহীন ফোল্ডার তৈরী করবেন যেভাবে !"

background