Wednesday, January 9, 2013

একটি জটিল আইপি হাইড সফটওয়্যার

চলতি বাজারে আইপি হাইড করার জন্য অনেক সফটওয়্যার পাওয়া যায় । কিন্তু সেগুলোর বেশীরভাগই সন্তোষজনক সেবা দিতে অক্ষম। এইবার আপনি হাইড আইপি ব্রাউজার ব্যাবহার করে দেখুন এটি সত্যি সত্যি কাজ করে কি না ।
যারা ইন্টারনেট প্রোটোকল এ্যাড্রেস বা আইপি এ্যাড্রেস লুকিয়ে রেখে ইন্টারনেট ব্রাউজিং করতে চান, তাদের জন্য এই সফটওয়্যারটি একশতভাগ দরকারী ।
যারা হ্যাকিং চালাতে আগ্রহী, আইপি লুকানো তাদের জন্যও এটি অনেক প্রয়োজনীয় ।
কোন কোন সাইটে এক আইপি দিয়ে বার বার রেজিস্ট্রশন করা নিষিদ্ধ থাকে।কখনও কখনও একদিনে অনেক ই-মেইল খোলার দরকার হয়, সেখানেও থাকে আইপি সংক্রান্ত সমস্যা । সমাধান হিসাবে আপনারা ব্যবহার করেন একাধিক ব্রাউজার এবং সেই সাথে কুকিজ ডিলিট করেন । কারও কারও কাছে একাধিক ব্রাউজার থাকেনা,অনেকে আবার কুকিজ ডিলিট করতে পারেন না।
এই সমস্যাগুলো নিরসনের জন্য এখনই ঝাপিয়ে পড়ুন !!

ডাউনলোড করে নিন
Filed Under :

0 comments for "একটি জটিল আইপি হাইড সফটওয়্যার"

background