Monday, April 15, 2013

উইন্ডোজ 8 পাসওয়ার্ড পর্দা বাইপাস করুন।


মাইক্রোসফট অ্যাকাউন্ট পাসওয়ার্ড দিয়ে যদি আপনার Windows 8 এ যদি প্রত্যেক সময় প্রবেশ করতে না চান তাহলে, আপনি উইন্ডোজ ৮ পাসওয়ার্ড পর্দা বাইপাস করতে পারেন। মানে হচ্ছে উইন্ডোজ ৮ চালু করলে আমরা দেখি প্রতিবার নিজের পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে যা অতান্ত্য বিরক্তিকর তাই আপনি সেটি বন্ধ করে দিতে পারেন।
1. প্রথমে Windows key এবং Win -x এক সাথে চেপে ধরে Command Prompt (Admin) এর মাঝে ক্লিক করুন।

2. এবার নিচের কমান্ড টাইপ করুন।
control userpasswords2

3. এবার নতুন একটি উইন্ডোজ আসে সেখান থেকে “Users must enter a user name and password to use this computer” এটি তুলে দিন।

4. এবার Apply তে ক্লিক করে আপনার নাম এবং পাসওয়ার্ড ২বার প্রবেশ করেন।

5. কম্পিউটার রিস্টার্ট দিয়ে দেখুন এখন থেকে প্রতিবার কম্পিউটার চালু করতে পাসওয়ার্ড দিতে হবে না।

ধন্যবাদ আপনাকে.....আমাদের ফেসবুক পেইজ,লাইক দিয়ে একটিভ থাকুন..... 

Filed Under :

0 comments for "উইন্ডোজ 8 পাসওয়ার্ড পর্দা বাইপাস করুন।"

background