Tuesday, October 22, 2013

অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ডেটা ব্যাকআপ রাখার চরম একটি অ্যাপ-গো-ব্যাকআপ!


অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীরা বর্তমানে অনেক কিছুই করার সুযোগ পাচ্ছেন । তার একটি দিক হচ্ছে রুট করা। আবার ফোনটিকে ফ্ল্যাশও করতে হয়। কিন্তু, এসব কাজ করার ফলে ফোনের বর্তমান স্টোরেজ ডেটাগুলো ডিলিট হয়ে যায়। তবে এই অ্যাপটি ব্যবহার করলে সহজেই যেকোন ডেটা স্টোরেজ করে রাখার পাশাপাশি পরবর্তীতে ব্যাকআপ রিস্টোর করা যায়। গো-ব্যাকআপ অ্যাপটি ব্যবহার করে একটি মাত্র প্রেসেই গুরুত্বপূর্ণ ডেটাগুলো ব্যাকআপ রাখা যায়। ডেটা ব্যাকআপ করার মাধ্যমে সহজেই এক প্রেসেই ম্যাসেজ, কন্ট্যাক্টস্, কল হিস্টোরি এবং এছাড়া অবশ্যই সব ধরনের অ্যাপও রাখা যায়।
ব্যাকআপ রাখার পদ্ধতি:
অ্যাপটির ইন্টারফেস খুবই সহজ প্রকৃতির। যেকারণে এটি খুবই জনপ্রিয় একটি অ্যাপ। মেইন উইন্ডোতে দুটি বাটন থাকে:-
১. নিউ ব্যাকআপ (নতুন ব্যাকআপ তৈরীর জন্য) এবং
২. রিস্টোর (রিকোভারি
অ্যাপটিতে থাকা সবার উপরের বাটনটিতে প্রেস করুন, কোন কোন কন্টেন্ট বা জিনিস ব্যাকআপ করে রাখতে চান।
অ্যাপটি ডাউনলোড করার জন্য এখানে  ক্লিক করুন।
Filed Under :

0 comments for "অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ডেটা ব্যাকআপ রাখার চরম একটি অ্যাপ-গো-ব্যাকআপ!"

background